1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পুঁজিবাজারে সূচক বেড়েছে,কমেছে লেনদেন
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৫১ এএম

পুঁজিবাজারে সূচক বেড়েছে,কমেছে লেনদেন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
dse-cse-1

দেশের পুঁজিবাজারে গতকাল সোমবার পতন হলেও মঙ্গলবার (০১ ডিসেম্বর) উত্থানে ফিরেছে পুঁজিবাজার। আজ পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কমেছে।

প্রাপ্ত তথ্যমতে, আজ প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯০৩.৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.৩৮ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৮.১০ পয়েন্ট এবং সিডিএসইসি ৭.১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১২০.৩৫ পয়েন্ট, ১৬৯৫.৫০ এবং ৯৯৪.৯৬ পয়েন্টে।

এদিকে ডিএসইতে আজ ৬৬৩ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৪০ কোটি ৩৭ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৮০৪ কোটি ২১ লাখ টাকার।

এছাড়া ডিএসইতে আজ ৩৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৯টির বা ৪২.৫৭ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ৯২টির বা ২৬.২৮ শতাংশের এবং ১০৯টি বা ৩১.১৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৯৯.৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪০৯০.৮২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৬টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির দর। আজ সিএসইতে ২৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ