1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পুঁজিবাজারের ৬ ব্যক্তিত্ব হচ্ছেন সিআইপি
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩০ এএম

পুঁজিবাজারের ৬ ব্যক্তিত্ব হচ্ছেন সিআইপি

  • আপডেট সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯

কমার্শিয়ালি ইমপরট্যান্ট পারসন (সিআইপি) শিল্প- ২০১৭ সম্মাননার জন্য ৪৮ জনকে নির্বাচন করা হয়েছে। এর মধ্যে বৃহৎ উৎপাদন, বৃহৎ সেবা, মাঝারি উৎপাদন, মাঝারি সেবা, ক্ষুদ্র উৎপাদন, ক্ষুদ্র সেবা , মাইক্রো এবং কুটির শিল্প- মোট ৮ ক্যাটাগরিতে ৪২ জনকে সিআইপি (শিল্প)-২০১৭ সম্মাননা প্রদান করা হবে। এছাড়া পদাধিকার বলে জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের ছয়জনকে এই সম্মাননা প্রদান করা হবে।

আগামী ২০ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নির্বাচিত উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের মাঝে এ সম্মাননা প্রদান করা হবে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন-আলী হোসাইন আকবর আলী, চেয়ারম্যান, বিএসআরএম স্টীলস্ লিঃ; সফিউল ইসলাম, চেয়ারম্যান, নাভানা লিঃ; মোঃ আবদুর রাজ্জাক, ব্যবস্থাপনা পরিচালক, জেএমআই সিরিঞ্জেস এন্ড মেডিকেল ডিভাইসেস লিঃ; এস.এ.কে.একরামুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক, আরএকে সিরামিক্স লিঃ; প্রকৌ: মো. আবু নোমান হাওলাদার, ব্যবস্থাপনা পরিচালক, বিবিএস ক্যাবলস্ লিঃ এবং সাফওয়ান সোবহান ব্যবস্থাপনা, পরিচালক, বসুন্ধরা পেপার মিলস্ লিঃ।

বৃহৎ শিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে সম্মাননা প্রাপ্তরা হলেন- আলী হোসাইন আকবর আলী, চেয়ারম্যান, বিএসআরএম স্টীলস্ লিঃ; মোহাম্মদ আলী তালুকদার, চেয়ারম্যান, ডিএন্ডএস প্রিটি ফ্যাশনস্ লিঃ; মোহাম্মদ আব্দুল জব্বার, ব্যবস্থাপনা পরিচালক, জিন্নাত ফ্যাশনস লিমিটেড; মোঃ আবদুর রাজ্জাক, ব্যবস্থাপনা পরিচালক, জেএমআই সিরিঞ্জেস এন্ড মেডিকেল ডিভাইসেস লিঃ; বি.এম. শোয়েব ব্যবস্থাপনা পরিচালক, নান্নু স্পিনিং মিলস্ লিঃ; ইঞ্জিঃ মো. সফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, হ্যামস গার্মেন্টস লিঃ; এস.এ.কে.একরামুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক, আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিঃ; ফিরোজ আলম, ব্যবস্থাপনা পরিচালক, বেংগল পলি এন্ড পেপার স্যাক লিঃ; মো. বাদশা মিয়া, ব্যবস্থাপনা পরিচালক, বাদশা টেক্সটাইল লিঃ; প্রকৌ: মো. আবু নোমান হাওলাদার, ব্যবস্থাপনা পরিচালক, বিবিএস ক্যাবলস্ লিঃ; সাফওয়ান সোবহান ব্যবস্থাপনা, পরিচালক, বসুন্ধরা পেপার মিলস্ লিঃ; মাহরীন নাসির, পরিচালক, মীর সিরামিক লিঃ; অঞ্জন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিঃ এবং মোঃ নাছির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, ইউনিভার্সেল জিন্স লিঃ।

বৃহৎ শিল্প (সেবা) ক্যাটাগরিতে সম্মাননাপ্রাপ্তরা হলেন- খন্দকার মনির উদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক, এসটিএস হোল্ডিং লিঃ (এ্যাপোলো হসপিটালস্ লিঃ); সাজেদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান, নাভানা রিয়েল এস্টেট লিঃ; প্রকৌশলী মো. আতিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, দি সিভিল ইঞ্জিনিয়ার্স লিঃ; মীর নাসির হোসেন ‘ব্যবস্থাপনা পরিচালক, মীর আক্তার হোসেন লিঃ এবং মোহাম্মদ রিয়াদ আলী, ব্যবস্থাপনা পরিচালক, ইন্ট্রাকো রিফিউলিং স্টেশন লিঃ।

মাঝারি শিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে সম্মাননাপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ ফায়জুর রহমান ভূঞা, স্বত্বাধিকারী, মেসার্স জজ ভূঞা টেক্সটাইল মিলস্; মো. এনামুল হাসান খান, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, প্রমি এগ্রো ফুডস্ লিঃ; আব্দুস সোবহান, ব্যবস্থাপনা পরিচালক, অকো-টেক্স লিমিটেড; মো. মাহিদুল ইসলাম খান, ব্যবস্থাপনা পরিচালক, মেসার্স সিটাডেল এপারেলস্ লিঃ; মো. নিজাম উদ্দিন ভূইয়া লিটন, ব্যবস্থাপনা পরিচালক, মাধবদী ডাইং ফিনিশিং মিলস্ লিঃ; আরিফ আহমেদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, ফু-ওয়াং ফুডস্ লিঃ; আজমাত রহমান, ব্যবস্থাপনা পরিচালক, ফারইস্ট ড্রেসেস লিমিটেড; মোহাম্মদ মুছা মিয়া, চেয়ারম্যান, কুলিয়ারচর সী ফুডস (কক্সবাজার) লিমিটেড এবং জেড এম গোলাম নবী, ব্যবস্থাপনা পরিচালক, বসুমতি ডিসট্রিবিউশন লিঃ;

মাঝারি শিল্প (সেবা) ক্যাটাগরিতে সম্মাননাপ্রাপ্তরা হলেন- সফিউল ইসলাম, চেয়ারম্যান, নাভানা লিঃ; জেসমিন সুলতানা, পরিচালক, শান্তা হোল্ডিংস লিমিটেড এবং মোঃ আফতাব উদ্দীন, চেয়ারম্যান, স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

ক্ষুদ্র শিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে সম্মাননা প্রাপ্তরা হলেন- ইউ এম আশেক, ব্যবস্থাপনা পরিচালক, অন্বেষা স্টাইল লিঃ; মো. আলী হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, সোনালী ফেব্রিক্স এন্ড টেক্সটাইল মিলস্ (প্রাঃ) লিঃ; মো. মিজবার রহমান, ব্যবস্থাপনা পরিচালক, কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ; রেজাউল করিম, পরিচালক, আমানত শাহ উইভিং প্রসেসিং লিঃ; সৈয়দ হারুন গণি, পরিচালক, হান্ড্রেড প্লাস এক্সপো লিঃ।

ক্ষুদ্র শিল্প (সেবা) ক্যাটাগরিতে সম্মাননাপ্রাপ্ত হলেন- মো. রুহুল আলম আল মাহবুব, ব্যবস্থাপনা পরিচালক, ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড।

মাইক্রো শিল্প ক্যাটাগরিতে সম্মাননাপ্রাপ্তরা হলেন- আবুল কালাম ভূইয়া, ব্যবস্থাপনা পরিচালক, যমুনা মিটার ইন্ডাস্ট্রিজ লিঃ; যশোদা জীবন দেবনাথ, ব্যবস্থাপনা পরিচালক, টেকনোমিডিয়া লিমিটেড।

কুটির শিল্প ক্যাটাগরিতে সম্মাননা প্রাপ্তরা হলেন- আদম তমিজি হক ব্যবস্থাপনা পরিচালক, মেসার্স হক ড্রাইসেল লিঃ; মাসুদা ইয়াসমিন উর্মিপ্রোপাইটর, স্মার্ট লেদার প্রোডাক্টস্।

পদাধিকার বলে জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের সিআইপি (শিল্প) ২০১৭ সম্মাননাপ্রাপ্তরা হলেন- আব্দুল মাতলুব আহমাদ সভাপতি, দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই); মো. সিদ্দিকুর রহমান সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস্ ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টারস এসোসিয়েশন (বিজিএমইএ); রূপালী হক চৌধুরী প্রেসিডেন্ট, ফরেন ইনভেস্টরস্ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই);সেলিমা আহমাদ, প্রেসিডেন্ট, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রি (বিডব্লিউসিসিআই); সালাহউদ্দিন কাসেম খান, সভাপতি, বাংলাদেশ এমপ্যয়ার্স ফেডারেশন (বিইএফ) এবং নূরুল গণী শোভন, সভাপতি, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)।

শেয়ারবার্তা/ সাইফুল ইসলাম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ