1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পুঁজিবাজারে সূচকের পতন,বেড়েছে লেনদেন
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:১১ পিএম

পুঁজিবাজারে সূচকের পতন,বেড়েছে লেনদেন

  • আপডেট সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
dse-cse-1

পুঁজিবাজারে গতকাল রবিবার উত্থান হলেও সোমবার (৩০ নভেম্বর) পতনে শেষ হয়েছে লেনদেন। আজ পুঁজিবাজারে টানা চার কার্যদিবস উত্থানের পর পতন হলো। আজ সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে।

প্রাপ্ত তথ্যমতে, আজ প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৯৭ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬৬.৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.৯৪ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১১.৩৯ পয়েন্ট এবং সিডিএসইসি ৬.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১১৩.৯৭ পয়েন্ট, ১৬৮৭.৪০ এবং ৯৮৮.৯৭ পয়েন্টে।

এদিকে ডিএসইতে আজ ৮০৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৮ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭৬৬ কোটি ২১ লাখ টাকার।

তাছাড়া ডিএসইতে আজ ৩৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৪টির বা ২৬.৯৩ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৪৪টির বা ৪১.২৬ শতাংশের এবং ১১১টি বা ৩১.৮০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৬.৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৯৯১.৪৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৪টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির দর। আজ সিএসইতে ২৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ