লভ্যাংশ সংক্রান্ত সভা করেছে পুজিবাজারে তালিকাভুক্ত ১৯০ কোম্পানির পরিচালনা পর্ষদ। এরমধ্যে লভ্যাংশ ঘোষণা করেছে ১৫৩ কোম্পানির পর্ষদ। আর ৩৭টির পরিচালনা পর্ষদ কোন লভ্যাংশ ঘোষণা করেনি। নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ৯৭ কোম্পানির পর্ষদ।
প্রাপ্ত তথ্যমতে, সম্প্রতি জুন ক্লোজিং, কয়েকটি অন্তর্বর্তীকালীন ও দু-একটি ডিসেম্বর ক্লোজিং বীমা কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। এখন পর্যন্ত (২৫ নভেম্বর) মোট ১৪৪ কোম্পানির পর্ষদ ৪ হাজার ৩৭৩ কোটি ৫৩ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আর ৫৬ কোম্পানির পর্ষদ ৫৪ কোটি ২৮ লাখ বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে। এরমধ্যে ৪৭ কোম্পানির পর্ষদ উভয় লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিগুলোর ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ বার্ষিক সাধারন সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে প্রদান করা হবে।
জুন ক্লোজিং কোম্পানিগুলোর জন্য নির্দিষ্ট সময় গত ৩১ অক্টোবর শেষ হয়ে গেলেও কিছু কোম্পানি এখনো লভ্যাংশ সংক্রান্ত সভা সম্পন্ন করেনি।
এ বছর এখন পর্যন্ত ৯ কোম্পানির পর্ষদ শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষনা করেছে। ওইসব কোম্পানিগুলোকে বোনাস শেয়ারের উপর অতিরিক্ত ১০ শতাংশ হারে কর প্রদান করতে হবে।
** শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ
** অন্তর্বর্তীকালীন লভ্যাংশ