বিশ্বের অন্যান্য স্টক এক্সচেঞ্জের সাথে সঙ্গতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস (এপিআই) চালুর জন্য চুক্তি সাক্ষর করেছে।
আজ সোমবার (২৩ নভেম্বর)ডিএসইর প্রোডাক্ট এন্ড মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান সৈয়দ আল আমিন রহমানের সার্বিক তত্ত্বাবধানে লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, ডিএসই এবং ডিরেক্ট এফএন লিঃ এর সাথে এপিআই ইউএটি চালুর ত্রিপাক্ষিক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷
তথ্যানুযায়ী, ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ এবং লঙ্কাবাংলা সিকিউরিটিজের পরিচালক মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন৷
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক বলেন, আজ আমরা অত্যন্ত আনন্দিত দীর্ঘ প্রতিক্ষিত এপিআই ইউএটি চালুর পদক্ষেপ হিসেবে কার্যক্রম সম্পাদনের নিমিত্তে প্রথম চুক্তি স্বাক্ষরিত হচ্ছে।
এদিকে অন্যান্য দেশের ন্যায় সকল ব্রোকারেজ হাউজ যদি পর্যায়ক্রমে এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব ওএমএস চালু করে তাহলে গ্রাহক সেবার উন্নতি হবে। যা পুঁজিবাজার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরো উল্লেখ করেন, বর্তমানে পুঁজিবাজারের যে আস্থা ফিরে এসেছে, তারই ফলশ্রুটিতে আগামীতে লেনদেন অনেকাংশে বৃদ্ধি পাবে বিধায় এধরনের পদক্ষেপ গ্রহণের ফলে ইতিবাচক ভূমিকা রাখবে। বাজারের গতিশীলতা বজায় রাখার স্বার্থে অন্যান্য ট্রেকহোল্ডারগণ এপিআই চালুর জন্য এগিয়ে আসবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন৷
তাছাড়া লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেড পরিচালক মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরী বলেন, আমরা আশা করছি যে ডিএসই’র সহায়তায় আগামী ফেব্রুয়ারি নাগাদ বাস্তবিক এপিআই কার্যক্রম শুরু করতে পারব। আমরা আগামী দুই-এক দিনের মধ্যেই এপিআই ইউএটি’র কার্যক্রম শুরু করব এবং আগামী ফেব্রুয়ারী নাগাদ এপিআই কার্যক্রম চালু করতে পারব বলে আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসই’র উপ মহাব্যবস্থাপক সৈয়দ আল-আমিন রহমান ও মোঃ শফিকুর রহমান এবং লঙ্কাবাংলা সিকিউরিটিজের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ও পরিচালক এসএআর মোঃ মইনুল ইসলাম, ডিরেক্ট এফ এন লিঃ এর প্রতিনিধি সাকিব আহমেদ এবং আরমান আজমেদ খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, ২৪টি ব্রোকারেজ হাউজ নাসডাকের ম্যাচিং ইঞ্জিনে এপিআই সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন করার জন্য ডিএসইতে আবেদন করে৷