1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বড় ধসে চলছে লেনদেন
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩ পিএম

বড় ধসে চলছে লেনদেন

  • আপডেট সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
dse-cse-1

আজ সোমবার (২৩ নভেম্বর) পুঁজিবাজারে লেনদেন শুরুতেই বড় ধস নেমেছে। সময় বাড়ার সাথে সাথে ধসও বড় হতে থাকে। শুরু থেকেই সূচকের সাথে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। আর টাকার পরিমাণে লেনদেনও চলছে শ্লথ গতিতে।

প্রাপ্ত তথ্যমতে, বেলা ১১ টা ২০ মিনিটের সময় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট কমেছে।

ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট কমেছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে ১৮৭ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। একই সময়ে ডিএসইতে ৩২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৭টির, দর কমেছে ১৭৪টির এবং ৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৯৯.৮৮ ১৪৬পয়েন্ট কমেছে। একই সময় পর্যন্ত সিএসইতে হাত বদল হওয়া ১৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৬টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর। আর সিএসইতে ২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ