পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানি আগামী ২৩ নভেম্বর সোমবার রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
শাইনপুকুর সিরামিকস, সোনারগাঁও টেক্সটাইল, সিমটেক্স, মেঘনা পেট, মেঘনা কনডেন্সড মিল্ক, খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, হা-ওয়েল টেক্সটাইল, হামিদ ফেব্রিক্স, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, অ্যারামিট ও অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।
কোম্পানিগুলোর আগামী ২৪ নভেম্বর, মঙ্গলবার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ নভেম্বর, বুধবার।
অপরদিকে মেঘনা কনডেন্সড মিল্ক ও মেঘনা পেট জেড ক্যাটাগরির হওয়ায় কোম্পানিটির লেনদেন শেষ হবে আগামী ২৫ নভেম্বর, মঙ্গলবার। কোম্পানি দুইটির রেকর্ড ডেট আগামী ২৬ নভেম্বর, বৃহস্পতিবার।
এছাড়া রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।