দেশের পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন আগের দিনের চেয়ে লেনদেন সামান্য বেড়েছে। তবে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে।
প্রাপ্ত তথ্যমতে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে ৪ হাজার ৮৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০১ পয়েন্টে অবস্থান করছে।
এদিকে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৮৩ কোটি ৩৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৫৪ কোটি ৯৯ লাখ টাকা।
এছাড়া ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৯৩টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টির শেয়ার দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৬৮ পয়েন্টে, সিএসই ৫০ সূচক দশমিক ৪৮ পয়েন্ট কমে ১ হাজার ১৯ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১০ পয়েন্ট কমে ৮ হাজার ৪১০ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৭৩টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৮০ লাখ টাকা।