পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি রবিবার স্পট মার্কেটে যাচ্ছে ।
ঢাকা স্টক এক্সচেন্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে কোম্পানিগুলো হলো: এস আলম কোল্ড রোল্ড, জেনারেশন নেক্সট, ফু-ওয়াং ফুড, আরগন ডেনিম, বারাকা পাওয়ার, আরামিট সিমেন্ট, ফু-ওয়াং সিরামিক ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল।
প্রাপ্ত তথ্যমতে, আগামী ২৪ নভেম্বর, কোম্পানিগুলোর রেকর্ড ডেট। এর আগে দুই কার্যদিবস অর্থাৎ ২২ ও ২৩ নভেম্বর স্পট মার্কেটে হবে এসব কোম্পানিগুলোর শেয়ার লেনদেন।
রেকর্ড ডেটের কারণে আগামী ২৪ নভেম্বর লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।
অন্যদিকে জেনারেশন নেক্সট ও আরামিট সিমেন্ট কোম্পানিটির লেনদেন শেষ হবে আগামী ২৪ নভেম্বর, মঙ্গলবার।
এছাড়া কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ নভেম্বর, বুধবার।