দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত একমাত্র মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীনফোনের (জিপি) রেভিনিউ বা টার্নওভারের অর্ধেকের বেশি হয় রবি আজিয়াটার। কিন্তু পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) চাঁদা সংগ্রহ শুরু করা কোম্পানিটির মুনাফা জিপির মাত্র ০.৪৯ শতাংশ।
কোম্পানি দুটির ২০১৯ সালের আর্থিক হিসাব বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০১৯ সালে জিপির টার্নওভার হয় ১৪ হাজার ৩৬৫ কোটি ৬৩ লাখ টাকার। এই টার্নওভার থেকে সব ব্যয় শেষে কোম্পানিটির ওই বছরে নিট মুনাফা হয় ৩ হাজার ৪৫১ কোটি ৬৮ লাখ টাকা।
অপরদিকে একইবছরে রবির টার্নওভার হয় ৭ হাজার ৪৮১ কোটি ১৭ লাখ টাকার। যা জিপির ৫২ শতাংশ। এই টার্নওভারের পরেও কোম্পানিটির নিট মুনাফা হয়েছে মাত্র ১৬ কোটি ৯১ লাখ টাকা। যা জিপির ০.৪৯ শতাংশ।
১ হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা পরিশোধিত মূলধন দিয়ে জিপির ওই বছরে ৩ হাজার ৪৫১ কোটি ৬৮ লাখ টাকার নিট মুনাফা হয়। যাতে শেয়ারপ্রতি হিসাবে মুনাফা (ইপিএস) হয় ২৫.৫৬ টাকা।
তাছাড়া অন্যদিকে ৪ হাজার ৭১৪ কোটি ১৪ লাখ টাকার বিশাল পরিশোধিত মূলধন দিয়ে রবির মাত্র ১৬ কোটি ৯১ লাখ টাকার নিট মুনাফা হয়। এই আকাশচুম্বি মূলধন দিয়ে এতো কম মুনাফা করায় কোম্পানিটির ইপিএস নেমে আসে তলানিতে। ওই বছরে কোম্পানিটির ইপিএস হয় ০.০৪ টাকা।