পুঁজিবাজারে তালিকাভুক্ত রিজেন্ট টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ ০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ ক্যাশ ও ১শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, ক্যাশ ডিভিডেন্ড শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩১ পয়সা।
গত বছরে একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ২৮ টাকা ৪৬ পয়সা।
এদিকে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর । এ সংক্রান্ত রেকর্ড ডেট ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।