1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ডিএসইতে সাড়ে ৩ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ০২:৩১ পিএম

ডিএসইতে সাড়ে ৩ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

  • আপডেট সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
dse-cse-1

পুঁজিবাজারে গতকাল মঙ্গলবার উত্থান হলেও বুধবার (১৮ নভেম্বর) পতনে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন উভয় পুঁজিবাজারের সব সূচক কমেছে। সূচকের সঙ্গে এদিন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। আজ ডিএসইতে সাড়ে ৩ মাসের মধ্যে সবচেয়ে কম লেনদেন হয়েছে।

প্রাপ্ত তথ্যমতে, ডিএসইতে আজ ৫৪৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ৩ মাস ১৮ দিন বা ৭৬ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে চলতি বছরের ২৯ জুলাই আজকের চেয়ে কম লেনদেন হয়েছে। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৯৯ কোটি ৫২ লাখ টাকার।

আজ প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৯৭ পয়েন্ট কমে ৪ হাজার ৮৮৭.১২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৩৯ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৪.২৫ পয়েন্ট এবং সিডিএসইসি ২.৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১২৬.৫৫ পয়েন্ট, ১৬৯৯.৭৭ এবং ১০০০.২৮ পয়েন্টে।

এদিকে ডিএসইতে আজ ৩৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৯টির বা ২৫.৫৮ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৭৪টির বা ৫১.৯৪ শতাংশের এবং ৮২টি বা ২৪.৪৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬০.৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৯৮৫.৩৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৭টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির দর। আজ সিএসইতে ২৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ