পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পর্ষদ অন্যান্য যেকোন বছরের তুলনায় ২০১৯-২০ অর্থবছরের ব্যবসায় সর্বনিম্ন (৫ শতাংশের নিচে) লভ্যাংশ ঘোষণায় রেকর্ড করেছে। কোম্পানিগুলোকে ‘নো’ ডিভিডেন্ডের লজ্জার হাত থেকে রক্ষা করতে এমনটি করা হয়েছে। তবে এই রেকর্ড তৈরীতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে করোনা মহামারি।
মহামারী করোনাভাইরাসের কারনে ২০১৯-২০ অর্থবছরের শেষ প্রান্তিকের (এপ্রিল-জুন ২০) ব্যবসা দু-একটি খাত ছাড়া প্রায় সবই বন্ধ ছিল। যাতে ওইসময় কোম্পানিগুলো কোন ব্যবসা করতে পারেনি। তবে পরিচালন ব্যয় ঠিকই হয়েছে। এতে করে ওই অর্থবছরে কোম্পানিগুলোর স্বাভাবিক মুনাফা হয়নি। অনেক কোম্পানিকে লোকসান গুনতে হয়েছে। যে কারনে লভ্যাংশেও প্রভাব পড়েছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ২৪ কোম্পানির পর্ষদ ২০১৯-২০ অর্থবছরের ব্যবসায় ৫ শতাংশের নিচে লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ১ শতাংশ বা তার কম লভ্যাংশ ঘোষণা করেছে ১২ কোম্পানি। আর ৮ কোম্পানির পর্ষদ ১ শতাংশের উপরে এবং ২ শতাংশের মধ্যে লভ্যাংশ ঘোষণা করেছে।
এছাড়া ১টি কোম্পানি ২.৫০ শতাংশ, দুইটি ৩ শতাংশ করে এবং ১টি ৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
এদিকে এতো কম লভ্যাংশ সত্ত্বেও ২৪ কোম্পানির মধ্যে ৮টির পর্ষদ শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলোর ব্যবসায় এতোটাই নাজুক যে, উদ্যোক্তা/পরিচালকদের লভ্যাংশ দেওয়ার সক্ষমতা নেই।
* শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ