1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:৩৯ পিএম

ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন

  • আপডেট সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
DSE-- (2)

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১৬ নভেম্বর) সব ধরনের সূচক ছিল ঊর্ধ্বমুখী। এদিন লেনদেনের পাশাপাশি কমেছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে।

প্রাপ্ত তথ্যমতে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৯৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৯০ কোটি ১৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১৯৭ কোটি ৭২ লাখ টাক। 

এছাড়া ডিএসইতে লেনদেন হওয়া ৩৫০টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১১টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টির শেয়ার দর।

অপরপুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৩০ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৮ পয়েন্ট কমে ৮ হাজার ৩৯০ পয়েন্টে অবস্থান করছে। 

তাছাড়া সিএসইতে লেনদেন হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৭৩টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৪৬ লাখ টাকা।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ