1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে ইন্সুরেন্স খাত
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৩:০০ পিএম

ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে ইন্সুরেন্স খাত

  • আপডেট সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
Insurance

দেশের পুঁজিবাজারে টানা তিনদিন পতনের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার আবারও ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে ইন্সুরেন্স খাত। এদিন ইন্সুরেন্স খাতের শেয়ারের লেনদেন যেমন বেড়েছে, তেমনি দরও বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ইন্সুরেন্স খাতে লেনদেন হয়েছে ৩২৪ কোটি ৭৬ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ৪০.৪৮ শতাংশ।

গতকাল মঙ্গলবার ইন্সুরেন্স খাতে লেনদেন হয়েছিল ২৩১ কোটি ৬৯ লাখ টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২৯.১৪ শতাংশ।

আজ ইন্সুরেন্স খাতে লেনদেন বেড়েছে ৯৩ কোটি ৭ লাখ টাকা। শতাংশ হারে গতকালের চেয়ে আজ লেনদেন বেড়েছে ১১.৩৪ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় ছিল ৬ ইন্সুরেন্স কোম্পানি।

এদিকে কোম্পানিগুলো হলো-এশিয়া প্যাসেফিক, পিপলস, রিপাবলিক, বিএনআইসিএল, প্রভাতী ও গ্লোবাল ইন্সুরেন্স।

এছাড়া কোম্পানিগুলোর মধ্যে এশিয়া প্যাসেফিক ইন্সুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৬৬ লাখ টাকা, পিপলস ইন্সুরেন্সের ২২ কোটি ৬ লাখ টাকা, রিপাবলিক ইন্সুরেন্সের ২১ কোটি ৯১ লাখ টাকা, বিএনআইসিএলের ২১ কোটি ৬ লাখ টাকা, প্রভাতী ইন্সুরেন্সের ১৭ কোটি ৬২ লাখ টাকা এবং গ্লোবাল ইন্সুরেন্সের ১৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার।

অন্যদিকে, আজ তালিকাভুক্ত ৪৮টি ইন্সুরেন্স কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ৪টির এবং অপরিবর্তিত ছিল ৪টির। সেই হিসাবে ইন্সুরেন্স খাতে আজ দর বেড়েছে ৮৩.৩৩ শতাংশ, কমেছে ৮.৩৩ শতাংশ এবং অপরিবর্তিত ছিল ৮.৩৩ শতাংশ কোম্পানির।

আজ ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় ছিল ৮টি ইন্সুরেন্স কোম্পানি। কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ইন্সুরেন্সের দর বেড়েছে ১০ শতাংশ, ইসলামিক ইন্সুরেন্সের ৯.৮৮ শতাংশ, পিপলস ইন্সুরেন্সের ৯.৮৪ শতাংশ, জনতা ইন্সুরেন্সের ৯.৮৪ শতাংশ, নিটোল ইন্সুরেন্সের ৯.৮৩ শতাংশ, মার্কেন্টাইল ইন্সুরেন্সের ৯.৮০ শতাংশ এবং সিটি ইন্সুরেন্সের ৯.৬৯ শতাংশ।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত তিনদিন ব্যাংক ও আর্থিক খাতে বিনিয়োগকারীদের বিচরণ ছিল। এই তিনদিন ইন্সুরেন্স খাতের শেয়ারের লেনদেন ও শেয়ার দরে ভাটা ছিল। তিনদিন পর বিনিয়োগকারীরা ইন্সুরেন্স খাতে ফেরায় এখাতের লেনদেনও বেড়েছে, শেয়ারদরও বেড়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ