1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ব্র্যাক ব্যাংকের শেয়ার কেনার অনুমোদন পেয়েছে এনজিও ব্যাংক
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৫৩ পিএম

ব্র্যাক ব্যাংকের শেয়ার কেনার অনুমোদন পেয়েছে এনজিও ব্যাংক

  • আপডেট সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
bracbank

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকের আড়াই কোটি শেয়ার কেনার জন্য এনজিও বাংলাদেশ রুরাল এডভান্সমেন্ট কমিটির (ব্র্যাক) আবেদনে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (০৪ নভেম্বর) বিএসইসির ৭৪৭তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্র্যাক এই শেয়ার আগামি ৩০ নভেম্বরের মধ্যে স্টক এক্সচেঞ্জে লেনদেনের মাধ্যমে কেনার জন্য আবেদন করেছে। এ আবেদনের প্রেক্ষিতে কমিশন সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে অন্যান্য সিকিউরিটিজ আইন পরিপালন সাপেক্ষে সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরন বিধিমালা ১৯৯৫ এর বিধি ৪, উপবিধি ২ এবং উল্লেখযোগ্য শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ বিধিমালা ২০১৮ এর বিভিন্ন বিধি পরিপালন হতে কমিশন অব্যাহতি প্রদান করেছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ