আজ মঙ্গলবার (০৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লম মার্কেটে ১৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিগুলোর ২৩ লাখ ৩৬ হাজার ৩৪৩টি শেয়ার ৩২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১১ কোটি ৩৩ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিকে কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ২৬ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসকে ট্রিমসের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ২৪ লাখ ৬৪ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের।
এছাড়া এসএস স্টিলের ১১ লাখ ৩৯ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৩৬ লাখ ১৭ হাজার টাকার, সী পার্লের ৫ লাখ ৮৯ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৭ লাখ ৪৫ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১০ লাখ ১৭ হাজার টাকার, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ৬ হাজার টাকার, পিপলস ইন্স্যুরেন্সের ১৪ লাখ ৮৮ হাজার টাকার, খুলনা পাওয়ারের ১ কোটি ২৯ লাখ ৪৮ হাজার টাকার, গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ৫ লাখ ৮৫ হাজার টাকার, ফরচুন সুজের ৫ লাখ ২৮ হাজার টাকার, ডিবিএইচের ১ কোটি ১৫ লাখ ৭২ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ২৫ লাখ ৬০ হাজার টাকার, বিডিকমের ৫ লাখ ৩০ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৫ লাখ ১০ হাজার টাকার এবং বারাকার পাওয়ারের ১১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।