1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
স্টক এক্সচেঞ্জের সামনেই ওপেনলি ম্যানুপুলেশন হচ্ছে-সালমান এফ রহমান
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৪৫ পিএম

স্টক এক্সচেঞ্জের সামনেই ওপেনলি ম্যানুপুলেশন হচ্ছে-সালমান এফ রহমান

  • আপডেট সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
salman-f-rahman

দেশের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, পুঁজিবাজারে যদি কোন দুই নম্বারি হয়ে থাকে, সেটা পুরো পৃথিবীতেই সবার আগে স্টক এক্সচেঞ্জ ধরে। এসইসিতো অনেক পরের বিষয়। প্রথমেই ধরবে স্টক এক্সচেঞ্জ। তাদের ওখানেইতো প্রতিদিন লেনদেন হয়। যেকোন ধরনের অনিয়মের লেনদেন দেখলে বুঝতে পারা যায়।

কিন্তু এখনো আমাদের পুঁজিবাজারে যে কোম্পানি বন্ধ এবং সবাই সেটা জানি, তারপরেও সেই কোম্পানির দর বাড়ে। কারা এসব কোম্পানির শেয়ার কিনে এবং কারা বিক্রি করে, তা স্টক এক্সচেঞ্জ জানে। এখানে যে ম্যানুপুলেশন হচ্ছে এবং ওপেনলি হচ্ছে, লুকিয়ে কেউ করছে না। কিন্তু যখনই বাজার পড়ে গিয়ে কোন কিছুই হলেই রাস্তায় লোকজন নেমে সরকারকে দোষারোপ করে।

আজ শনিবার (৩১ অক্টোবর) ‘পুঁজিবাজারের সর্বশেষ পরিস্থিতি এবং টেকসই উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওয়েবিনারটি যৌথভাবে আয়োজন করেছে ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরাম (সিএমজেএফ) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ)।

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম এবং ডিসিসিআই সভাপতি সামস মাহমুদ অংশ নেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএমবিএর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান।

বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে একাত্মতা জানিয়ে সালমান এফ রহমান বলেন, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। পুঁজিবাজারের দায়িত্ব শুধু সরকার, অর্থমন্ত্রণালয় ও বিএসইসির, আর স্টক এক্সচেঞ্জ শুধু বসে থাকবেন, তা না। তাদেরকে শক্তিশালী হতে হবে।

তিনি বলেন, এই যে প্রতিদিন স্টক এক্সচেঞ্জের চোখের সামনে দিয়ে ও নাকের নিচে ম্যানুপুলেশন হচ্ছে, তারা কি অ্যাকশান নিয়েছে। তাদেরইতো ব্রোরকাররা এসব করে আসছে। তো কি ব্যাবস্থা নিয়েছে। তাই আমাদেরকে সরকারকে দোষারোপের মনস্তাত্তিক পরিবর্তন আনতে হবে। পরিপক্ক বাজারের দিকে যেতে হলে এটা করতে হবে।

আমাদের পুঁজিবাজার উন্নতির পথে রয়েছে জানিয়ে তিনি বলেন, এই বাজার নিয়ে আমরা আশাবাদি। এক্ষেত্রে সবাই যেভাবে কাজ করছে, একইভাবে ডিএসইকে দায়িত্ব পালন করতে হবে।

এদিকে তিনি আরো বলেন, রিটেইল ইনভেস্টরদেরকে প্রটেকশন দেওয়ার দায়িত্ব সরকারের, এই মনস্তাত্তিক অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। আপনি বিনিয়োগ করেছেন, আপনাকেই জেনে-শুনে করতে হবে। লাভ-লস আপনার। আমার কাছেও অনেক লোক বলে লস করেছি, ওইসময় আমি বলি আপনি কত মুনাফা করেছেন, তা বলেন। বিও অ্যাকাউন্ট চাই বিশ্লেষনের জন্য। তখন বলি আপনি কি শুধুই লস করেছেন, আপনিতো যখন লাভ ছিল, তখন বিক্রি করেন নাই, লোভের বশবতী হয়ে আরও মুনাফার আশায় বসেছিলেন। যাতে বাজার পড়ে গিয়ে এখন লোকসানে চলে এসেছেন। এখন সরকারের দোষ দেন। এই মনস্তাত্তিক অবস্থা থেকে আমাদেরকে বের হতে হবে। যারাই বিনিয়োগ করবে, তাদেরকে জেনে-শুনে বিনিয়োগ করতে হবে।

তিনি বলেন, বিএসইসি চেয়ারম্যান পুঁজিবাজারের উন্নয়নে যেসব পদক্ষেপের কথা বলেছেন, সেগুলো বাস্তবায়নে পুঁজিবাজার কিন্তু আসলেই সুন্দরভাবে আগাবে।

এছাড়া আমাদের বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নাই উল্লেখ করে তিনি বলেন, এটা বড় দূর্বলতা। রিটেইল ইনভেস্টর বেশি। স্টক এক্সচেঞ্জে ৮০-৮৫ শতাংশই রিটেইল বিনিয়োগকারীরা লেনদেন করে থাকে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অবদান খুবই কম। আর বাজারে মিউচ্যুয়াল ফান্ডের অংশ ৩ শতাংশ বলা হলেও লেনদেনে আরও নেই। আইসিবি ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নেই বললেই চলে। কিন্তু একটি বাজারতো একমাত্র আইসিবি দিয়ে চলতে পারে না।

তিনি বলেন, আমাদের এখানে ধারনা হয়ে গেছে বিনিয়োগ করেছি মানেই লভ্যাংশ পাব। অন্যান্য বাজারে এমনটি নেই। কিন্তু অন্যান্য দেশে বড় আইটি কোম্পানিগুলো কোন লভ্যাংশ দেয় না। তারপরেও নিয়মিত শেয়ার দর বাড়ছে। এতে করে ক্যপিটাল গেইন হচ্ছে। কিন্তু আমাদের এখানে রিটেইল ইনভেস্টরদেরকে প্রটেক্ট করার জন্য লভ্যাংশ দেওয়ার জন্য বিভিন্ন ক্যাটাগরি করে দিয়েছি।

তিনি বলেন, সাপ্লাই দিক নিয়ে আমরা অনেক কথা বলতেছি। কোম্পানিকে আনার জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা নিয়ে কথা হয়। সব জায়গায় এই সাপ্লাই বাড়ানো নিয়ে কথা হয়। কিন্তু আমি মনে করে ডিমান্ডও বাড়াতে হবে। এই ডিমান্ড বাড়ানোর জন্য প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স মানি আছে। এছাড়া বিও অ্যাকাউন্টা ডিজিটাল করার মাধ্যমেও ডিমান্ড বাড়ানোর যেতে পারে। এখন ব্যাংকগুলো অনলাইনে অ্যাকাউন্ট খুলতে পারে। বিও অ্যাকাউন্ট এভাবে খুলতে পারলে, ডিমান্ড সাইডকে সাহায্য করবে।

সর্বশেষ কমিশন বন্ড মার্কেট উন্নয়নে কাজ করতেছে জানিয়ে তিনি বলেন, এটা খুবই দরকার। আমি দীর্ঘদিন ধরে বলে আসতেছি শুধুমাত্র ইক্যুইটিভিত্তিক দিয়ে হবে না, ডেবট মার্কেটও গড়ে তুলতে হবে। আমাদের এখানে ডেবট মার্কেট নেই। তবে পুজিবাজারকে পরিপক্ক করতে ডেবট মার্কেট দরকার।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ