পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগতকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ডিএ্সই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩১ টাকা , শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৫.৬৯ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫.৩৩ টাকা।
ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা(এজিএম) আগামী ১ জানুয়ারি, ২০২১ সকাল ১১টায়, ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটির এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।