পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনাটার ২০১৯-২০ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফার ১১৫ কোটি ১৭ লাখ টাকা বা ২৯ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে নগদ লভ্যাংশ আকারে বিতরন করা হবে। বাকি ২৮৬ কোটি ৫ লাখ টাকা বা ৭১ শতাংশ কোম্পানিতেই রেখে দেওয়া হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রেনাটার ২০১৯-২০ অর্থবছরে শেয়ারপ্রতি ৪৫.২৯ টাকা হিসেবে মোট ৪০১ কোটি ২২ লাখ টাকা মুনাফা হয়েছে। এরমধ্য থেকে ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ আকারে শেয়ারপ্রতি ১৩ টাকা হিসাবে শেয়ারহোল্ডারদের মাঝে ১১৫ কোটি ১৭ লাখ টাকা বিতরন করা হবে।
বাকি ২৮৬ কোটি ৫ লাখ টাকা বা ৭১ শতাংশ কোম্পানিতেই রেখে দেওয়া হবে। এরমধ্যে ১০ শতাংশ বোনাস শেয়ারবাবাদ ৮ কোটি ৮৬ লাখ টাকার পরিশোধিত মূলধন বাড়ানো হবে।
এছাড়া ৮৮ কোটি ৫৯ লাখ টাকা পরিশোধিত মূলধনের রেনাটায় ১ হাজার ৭৭১ কোটি ২৬ লাখ টাকার রিজার্ভ রয়েছে।
উল্লেখ্য সোমবার (২৬ অক্টোবর) রেনাটার শেয়ার দর দাড়িঁয়েছে ১১৩৯ টাকায়।