1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সোনালি পেপার লভ্যাংশ প্রদানে অনীহা প্রকাশ করলেও জরিমানায় আগ্রহ
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১০:২৫ এএম

সোনালি পেপার লভ্যাংশ প্রদানে অনীহা প্রকাশ করলেও জরিমানায় আগ্রহ

  • আপডেট সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
sonali paper

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য মোট লভ্যাংশের অর্ধেক নগদ দেওয়ার বিধান করা হয়েছে। অন্যথায় অতিরিক্ত করারোপের শাস্তির আওতায় পড়তে হবে। এই বিধানের পরেও সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলসের পরিচালনা পর্ষদ অতিরিক্ত করবাবদ জরিমানা দিতে রাজি, তারপরেও শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ প্রদানে তারা অনীহা প্রকাশ করেছে।

(ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত লভ্যাংশের তথ্য)

এদিকে গত ২২ অক্টোবর সোনালি পেপারের পরিচালনা পর্ষদ ২০১৯-২০ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ (৫% নগদ ও ১০% বোনাস) লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

অর্থাৎ মোট লভ্যাংশের ৩৩.৩৩ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। তবে বাজেটে কমপক্ষে ৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের কথা বলা হয়েছে।

২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে কমপক্ষে বোনাস লভ্যাংশের সমপরিমাণ নগদ লভ্যাংশ দিতে হবে।

আর যদি বোনাসের পরিমাণ নগদের চেয়ে বেশি হয়, তাহলে পুরো বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে।

সোনালি পেপারের পর্ষদ এ বছর ১০ শতাংশ হারে ১ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ৯৮৫ টাকার বোনাস শেয়ার দেবে। আর ৫% শতাংশ হারে ৮৩ লাখ ১৯ হাজার ৪৯৩ টাকার নগদ লভ্যাংশ দেবে।

অর্থাৎ নগদের লভ্যাংশের চেয়ে ৮৩ লাখ ১৯ হাজার ৪৯২ টাকার বেশি বোনাস শেয়ার দেওয়া হবে।

(পরিপত্রে অতিরিক্ত কর আরোপের উদাহরন)

বিধান অনুযায়ি, নগদ লভ্যাংশের থেকে বেশি বোনাস শেয়ার ঘোষণা করায় কোম্পানিটিকে ১ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ৯৮৫ টাকার উপরে ১০ শতাংশ হারে ১৬ লাখ ৬৩ হাজার ৮৯৯ টাকার অতিরিক্ত কর প্রদান করতে হবে।

এ বিষয়ে সোনালি পেপারের সচিব মো. রাশেদুল হোসাইন বলেন, পরিচালনা পর্ষদ লভ্যাংশের এই সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন,দেখা যাক রেগুলেটরি বডি এ বিষয়ে কোন কোয়ারি করে কিনা। আমরাতো রেগুলেটরি বডির সঙ্গে কথা বলেই ঘোষণা করেছি।

এছাড়া কমপক্ষে বোনাস শেয়ারের সমপরিমাণ নগদ লভ্যাংশ দেওয়ার আদেশটি কার্যকর হয়েছে কিনা, তা নিশ্চিত না। বাজেটের ওই বিষয়টি অনুমোদিত কিনা, সেটা জানতে হবে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ