পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ ২০১৯-২০ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফা থেকে শেয়ারহোল্ডারদেরকে ৩৯৭ কোটি টাকার নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।
এছাড়া ৪ কোটি ২২ লাখ বোনাস শেয়ার দেবে। যার বর্তমান বাজার দর রয়েছে ৮৬৫ কোটি টাকা।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) কোম্পানিটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। যা আগামি ১৫ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারন সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে প্রদান করা হবে।
স্কয়ার ফার্মার আগের অর্থবছর থেকে মুনাফা বেড়েছে ৭১ কোটি ২ লাখ টাকা বা ৬ শতাংশ। আগের অর্থবছরের ১ হাজার ২৬৪ কোটি ৫৭ লাখ টাকার নিট মুনাফা ২০১৯-২০ অর্থবছরে বেড়ে হয়েছে ১ হাজার ৩৩৫ কোটি ৫৯ লাখ টাকা।
স্কয়ার ফার্মার ২০১৯-২০ অর্থবছরে শেয়ারপ্রতি (সমন্বিত) ১৫.৮২ টাকা হিসেবে মোট ১ হাজার ৩৩৫ কোটি ৫৯ লাখ টাকা মুনাফা হয়েছে।
এরমধ্য থেকে ৪৭ শতাংশ বা শেয়ারপ্রতি ৪.৭০ টাকা হিসাবে শেয়ারহোল্ডারদের মাঝে ৩৯৬ কোটি ৭৯ লাখ টাকা বিতরন করা হবে।
এছাড়া ৫ শতাংশ হারে ৪ কোটি ২২ লাখ ১১ হাজার ৯৫৩টি বোনাস শেয়ার দেওয়া হবে। যার বর্তমান বাজার দর (২০৫) রয়েছে ৮৬৫ কোটি ৩৫ লাখ টাকা।
৮৪৪ কোটি ২৪ লাখ টাকা পরিশোধিত মূলধনের স্কয়ার ফার্মায় ৬ হাজার ৮৮৬ কোটি ৪৬ লাখ টাকার রিজার্ভ রয়েছে।
উল্লেখ্য শনিবার (২৪ অক্টোবর) স্কয়ার ফার্মার শেয়ার দর দাড়িঁয়েছে ২০৫.১০ টাকায়।