1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সপ্তাহজুড়ে বাজার মূলধন হারিয়েছে ৪ হাজার কোটি টাকা
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ এএম

সপ্তাহজুড়ে বাজার মূলধন হারিয়েছে ৪ হাজার কোটি টাকা

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
dse-cse-1

দেশের পুঁজিবাজারে আগের সপ্তাহে পতন হলেও সর্বশেষ সপ্তাহে (১৮ অক্টোবর-২২ অক্টোবর) উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। সপ্তাহটিতে পুঁজিবাজারের প্রধান সূচক বেড়েছে। একই সঙ্গে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।

তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। আর সূচক ও লেনদেন বাড়লেও সপ্তাহটিতে বিনিয়োগকারীরা ৪ হাজার কোটি টাকা মূলধন হারিয়েছে।

প্রাপ্ত তথ্যমতে , চলতি সপ্তাহে উভয় পুঁজিবাজার মিলে বিনিয়োগকারীরা ৪ হাজার ৫৫ কোটি ৮৬ লাখ ৮২ হাজার টাকা মূলধন হারিয়েছে। এর মধ্যে ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরু আগে বাজার মূলধন ছিল ৩ লাখ ৯৮ হাজার ৫৫১ কোটি ৯৭ লাখ ৫৩ হাজার টাকায়।

এছাড়া সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৫৭৫ কোটি ৫ লাখ ২১ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বিনিয়োগকারীরা ১ হাজার ৯৭৬ কোটি ৯২ লাখ ৩২ হাজার টাকা বা ০.৪৯ শতাংশ মূলধন হারিয়েছে।

আর সিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরু আগে বাজার মূলধন ছিল ৩ লাখ ২৯ হাজার ৪০১ কোটি ১২ লাখ ৯০ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিব লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ২৭ হাজার ৩২২ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইর বিনিয়োগকারীরা ২ হাজার ৭৮ কোটি ৯৪ লাখ ৫০ টাকা মূলধন হারিয়েছে।

বিগত সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ২৪০ কোটি ৭৯ লাখ ২১ হাজার ৪৪০ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৮৮২ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৬১৩ টাকা বা ২৬.২৮ শতাংশ বেশি হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৫৮ কোটি ২৪ লাখ ৫৫ হাজার ৮২৭ টাকার।

এদিকে ডিএসইতে সপ্তাহটিতে গড় লেনদেন হয়েছে ৮৪৮ কোটি ১৫ লাখ ৮৪ হাজার ২৮৮ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৬৭১ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ১৬৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ১৭৬ কোটি ৫০ লাখ ৯৩ হাজার ১২৩ টাকা বেশি হয়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪১.৭৪ পয়েন্ট বা ০.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯১৪.০৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.২০ পয়েন্ট বা ০.১১ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২১.৯৮ পয়েন্ট বা ১.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১১৪.১৭ পয়েন্টে এবং ১৬৯২.৪৪ পয়েন্টে।

এছাড়া সর্বশেষ সপ্তাহে ডিএসইতে মোট ৩৫৯টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৫টির বা ৩৪.৮১ শতাংশের, কমেছে ১৮৩টির বা ৫০.৯৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির বা ১৪.২৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১১৬ কোটি ১২ লাখ ৮৭ হাজার ১০১ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১৪ কোটি ৯০ লাখ ৯০ হাজার ৯২৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১ কোটি ২১ লাখ ৯৬ হাজার ১৭৫ টাকা বা ১.০৬ শতাংশ বেড়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪৬.২৬ পয়েন্ট বা ১.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৯.৬৮ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৯২.২০ পয়েন্ট বা ১.১৪ শতাংশ, সিএসই-৩০ সূচক ৭২.১৯ পয়েন্ট বা ০.৬২ শতাংশ এবং সিএসই-৫০ সূচক ৬.২৫ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৮ হাজার ৪৩২.৯৫ পয়েন্টে, ১১ হাজার ৬৪৫.২৮ পয়েন্টে এবং ১০০৫.৩৪ পয়েন্টে। অপর সূচক সিএসআই ১.৯৬ পয়েন্ট বা ০.২২ শতাংশ কমে ৮৯৪.০১ পয়েন্টে দাঁড়িয়েছে।

তাছাড়া সপ্তাহজুড়ে সিএসইতে ৩১০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১০টির বা ৩৫.৪৮ শতাংশের দর বেড়েছে, ১৫৪টির বা ৪৯.৬৭ শতাংশের কমেছে এবং ৪৬টির বা ১৪.৮৩ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ