দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে তালিকাভুক্ত ইন্সুরেন্স খাতের কোম্পানি কন্টিনেন্টাল ইন্সুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৬১ লাখ ৪৭ হাজার ৮৫৩ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৭ কোটি ৬৩ লাখ ৫৫ হাজার টাকা। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড ১ কোটি ১৫ লাখ ১ হাজার ৯২০ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৩ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ২ কোটি ২৯ লাখ ৫ হাজার ১৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৬ কোটি ১৮ লাখ ২৬ হাজার টাকা।
এছাড়া লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির (বেক্সিমকো), প্রভাতি ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ সাব মেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, গ্লোবাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, রূপালী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, ব্রাক ব্যাংক লিমিটেড।