সর্বশেষ সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৮.২৩ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৩ কোটি ৯১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬০ লাখ ১৮ হাজার ২০০ টাকা। দ্বিতীয় স্থানে থাকা বিডি থাই অ্যালোমিনিয়াম লিমিটেডের দর কমেছে ১৩.১৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২০ কোটি ৮৪ লাখ ২৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ১৬ লাখ ৮৪ হাজার ৮০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের দর কমেছে ১২.০৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৩ লাখ ৩২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ লাখ ৬৬ হাজার ৪০০ টাকা।
এছাড়া লুজারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে উসমানিয়া গ্লাস সিট ফেক্টোরী লিমিটেড,ইভেন্স টেক্সটাইল লিমিটেড,দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড,ফার ইস্ট নিটিং এন্ড ডেইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড,বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড,হামিদ ফেব্রিক্স লিমিটেড,অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।