সর্বশেষ সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির প্রথম স্থান দখল করেছে গ্লোবাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে , সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ৬৭.৯৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৭৯ কোটি ৫৯ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৫ কোটি ৯১ লাখ ৯৮ হাজার টাকা। দ্বিতীয় স্থানে থাকা প্রভাতি ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের দর বেড়েছে ৬০.১০ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৮৫ কোটি ৩৭ লাখ ২৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৭ কোটি ৭ লাখ ৪৪ হাজার ৬০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে খান এশিয়া ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের দর বেড়েছে ৪২.৩২ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৫৭ কোটি ৪৫ লাখ ৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৪৯ লাখ ৮০০ টাকা।
এছাড়া তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্রাইম ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, ইউনাইটেড ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, মার্কেন্টাইল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, দি পেনিসুলার চট্রগ্রাম লিমিটেড, ঢাকা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, তাকাফুল ইসলামি ইন্সুরেন্স লিমিটেড এবং পিপলস ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।