পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রহিম টেক্সটাইল লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (নগদ লভ্যাংশ) ঘোষণা করেছে।
সংশ্লিষ্ঠ সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৭৫ পয়সা । যা আগের বছর একই সময় ছিল ৫ টাকা ৭৬ পয়সা।
৩০ জুন,২০ শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৮৫ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৪১ টাকা ৭১ পয়সা।
এছাড়া শেয়ার প্রতি সমন্বিত কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৯.৬০ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ঋণাতৃক ২৮.৫০ টাকা।
আগামী ২৪ ডিসেম্বর সকাল ৯টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্পেকট্রা কনভেনশন সেন্ট্রার, গুলসান, ঢাকায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিটির রেকর্ড ডেট র্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।