পুঁজিবাজারে তালিকাভুক্ত এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য নগদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, সমাপ্ত বছরে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ১২ কোটি ১২ লাখ ৮৩ হাজার ২২৩ টাকা। এর আগের বছর ছিলো ৩৩ কোটি ৫২ লাখ ৯৫ হাজার ৩৭৬ টাকা।
সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৫ টাকা। এর আগের বছর কোম্পানির ইপিএস ছিলো ১.০৫ টাকা।
এদিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে (এনএভি) ১৯.০১ টাকা। এর আগের বছর ছিলো ১৯.৪৬ টাকা।
এছাড়া কোম্পানিটি ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তার জন্য এ সংক্রান্ত রেকর্ড ডেট ২৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।