1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
উত্থানেও ইন্সুরেন্স, পতনে ইন্সুরেন্স
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৩৩ এএম

উত্থানেও ইন্সুরেন্স, পতনে ইন্সুরেন্স

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষ তালিকায় এবং দর পতনের শীর্ষ তালিকায় একক খাত হিসাবে ইন্সুরেন্স কোম্পানির আধিপত্য দেখা গেছে। এদিন দর বৃদ্ধির শীর্ষ তালিকায় ৩টি এবং দর পতনের শীর্ষ তালিকায় ৪টি ইন্সুরেন্স কোম্পানির অবস্থান দেখা যায়।

অন্যদিকে, আজ সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায়ও ইন্সুরেন্স কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। আবার সার্কিট ব্রেকারের সর্বনিম্ন সীমায়ও ইন্সুরেন্স কোম্পানির শেয়ার লেনদেন হতে দেখা যায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রমতে, আজ ডিএসইর দর বৃদ্ধি শীর্ষ তালিকায় ছিল প্রভাতী ইন্সুরেন্স, সানলাইফ ইন্সুরেন্স ও এশিয়া ইন্সুরেন্স। আজ প্রভাতী ইন্সুরেন্সের দর বেড়েছে ৯.৮২ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্সের দর বেড়েছে ৮.১২ শতাংশ এবং এশিয়া ইন্সুরেন্সের দর বেড়েছে ৭.৮৯ শতাংশ। লেনদেনের প্রথমভাগে কোম্পানি ৩টির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় হল্টেড হয়ে যায়। তবে দিনের শেষভাগে প্রভাতী ইন্সুরেন্সের শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় হল্টেড থাকলেও সানলাইফ ইন্সুরেন্স ও এশিয়ার ইন্সুরেন্সের শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমার কিছু নিচে লেনদেন হয়।

অন্যদিকে, আজ দর পতনের শীর্ষ তালিকায় ছিল কন্টিনেন্টাল ইন্সুরেন্স, নর্দান ইন্সুরেন্স, বিজিআইসি ও প্যারামাউন্ট ইন্সুরেন্স। কোম্পানিগুলো মধ্যে কন্টিনেন্টাল ইন্সুরেন্স লেনদেনের এক পর্যায়ে সার্কিট ব্রেকারের সর্বনিম্ন দরে লেনদেন হয়। তবে এই অবস্থা বেশিক্ষণ স্থায়ী ছিল না। কিছুক্ষণ পর কোম্পানিটির শেয়ারের ক্রেতাদের চাপ বেড়ে যায় এবং হল্টেড ছুটে যায়।

দর পতনের শীর্ষ তালিকায় থাকা ইন্সুরেন্স কোম্পানিগুলোর মধ্যে আজ কন্টিনেন্টাল ইন্সুরেন্সের দর কমেছে ৮.৮৬ শতাংশ, নর্দার্ন ইন্সুরেন্সের ৬.৯৭ শতাংশ, বিজিআইসির ৬.১৯ শতাংশ এবং প্যারামাউন্ট ইন্সুরেন্সের ৬.১৩ শতাংশ।

আলোচ্য ৭ কোম্পানির মধ্যে গতকাল (সোমবার) বিজিআইসি চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটি তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় করেছে ০.২৮ টাকা। আগের বছর একই প্রান্তিকে ছিল ০.০১। আর ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.২০ টাকা। আগের বছর একই সময়ে ছিল ১ টাকা।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ