দেশের পুঁজিবাজারের উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে কাজ করতে আগ্রহী দেশের অন্যতম বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে তারা সহযোগিতা করতে চায় বলে জানিয়েছে।
আজ সোমবার বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান ব্যাংকের নির্বাহি কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী।
এতে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ডা: জুনাইদ শফিক, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ শওকত জামিল এবং ব্যাংকের কোম্পানি সচিব এ টি এম তাহমিদুজ্জামান।
প্রাপ্ত তথ্যমতে, বিএসইসি চেয়ারম্যানের সাথে এটি ছিলো সৌজন্য সাক্ষাৎ। তবে আলোচনা হয় বাজার নিয়ে। এ সময় ব্যাংকের নির্বাহি কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী বলেন, ইউসিবি পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে বিএসইসির সাথ একযোগে কাজ করার আশা ব্যক্ত করেন।