1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
১৬ ব্যাংক এমডির ৩ মাসে খরচ বেড়েছে কোটি টাকা
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৩৮ এএম

১৬ ব্যাংক এমডির ৩ মাসে খরচ বেড়েছে কোটি টাকা

  • আপডেট সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
bank-taka
  • এপ্রিল-জুনে ১৬ ব্যাংকের এমডির পেছনে ব্যয় ৭ কোটি ৫৬ লাখ
  •  গত বছরের চেয়ে যা ১৭ শতাংশ অর্থাৎ ১ কোটি ১২ লাখ টাকা বেশি
  •  তিন মাসে সবচেয়ে বেশি অর্থ নিয়েছেন ইস্টার্ন ব্যাংকের এমডি
  •  তার পেছনে ব্যাংকটির মোট ব্যয় ৬৮ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা

দেশে মহামারি করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে চলতি বছরের ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত টানা ৬৬ দিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এতে জনজীবন ও অর্থনীতিতে নেমে আসে স্থবিরতা। স্বাভাবিকভাবেই এপ্রিল-জুন প্রান্তিকে প্রায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে নেতিবাচক প্রভাব পড়ে।

তাছাড়া সাধারণ ছুটির মধ্যে সীমিত আকারে ব্যাংক খোলা থাকলেও করোনার ছোবল থেকে রক্ষা পায়নি বেশিরভাগ ব্যাংক। খরচ কমাতে অনেক ব্যাংক কর্মীদের বেতন কমানোর উদ্যোগ নেয় এবং কয়েকটি ব্যাংক তা বাস্তবায়নও করে।

এদিকে দেখা গেছে, করোনাকালে বিভিন্ন ব্যাংক খরচ কমানোর উদ্যোগ নিলেও চলতি বছরের এপ্রিল-জুন, এই তিন মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পেছনে খরচ বেড়েছে।

এই তিন মাসে ১৬ ব্যাংকের এমডির পেছনে খরচ হয়েছে সাত কোটি ৫৬ লাখ ৫৩ হাজার টাকা। যা আগের বছরের চেয়ে এক কোটি ১২ লাখ ৪২ হাজার টাকা বা ১৭ শতাংশ বেশি।

গত বছরের তুলনায় চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে এমডির পেছনে সবচেয়ে বেশি খরচ বেড়েছে আইএফআইসি ব্যাংকের। গত বছরের তুলনায় চলতি বছর এমডির পেছনে ব্যাংকটির খরচ বেড়েছে ১৭ লাখ ৭০ হাজার টাকা। খরচ বাড়ার হার ৪১ শতাংশ।

চলতি বছরের এপ্রিল-জুন এই তিন মাসে ব্যাংকটির এমডি বেতন-ভাতাসহ অন্যান্য পারিতোষিক বাবদ নিয়েছেন ৬০ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৪২ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডির পেছনে খরচ বেড়েছে ১৫ লাখ ৪০ হাজার টাকা। চলতি বছরের এপ্রিল-জুন সময়ে ব্যাংকটির এমডি নিয়েছেন ৪০ লাখ ৫০ হাজার টাকা। গত বছরের একই সময়ে এমডির পেছনে ব্যাংকটির খরচ হয় ২৫ লাখ ১০ হাজার টাকা।

গত বছরের তুলনায় চলতি বছরে ব্যাংকটির এমডির পেছনে খরচ বেড়েছে ৬১ শতাংশ।

jagonews24

এমডির পেছনে ১৪ লাখ ৪৫ হাজার টাকা খরচ বাড়ার মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্যাংক এশিয়া। চলতি বছরের এপ্রিল-জুন সময়ে ব্যাংকটির এমডি নিয়েছেন ৪৮ লাখ ২০ হাজার টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৩ লাখ ৭৫ হাজার টাকা। এই ব্যাংকের এমডির পেছনে খরচ বৃদ্ধির হার ৪৩ শতাংশ।

এদিকে চলতি বছরের এপ্রিল-জুন এই তিন মাসে বেতন-ভাতাসহ অন্যান্য পারিতোষিক বাবদ সবচেয়ে বেশি টাকা নিয়েছেন ইস্টার্ন ব্যাংকের এমডি। তার পেছনে চলতি বছরের এপ্রিল-জুন সময়ে ব্যাংকটির খরচ হয়েছে ৬৮ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা।

গত বছরের একই সময়ে এই খরচের অংক ছিল ৬৪ লাখ ৪৫ হাজার ৫৭২ টাকা। এ হিসাবে গত বছরের তুলনায় খরচ বেড়েছে চার লাখ ২৮ হাজার টাকা।

ব্যাংক থেকে টাকা নেয়ার শীর্ষ তালিকায় রয়েছেন শাহজালাল ইসলামী ব্যাংকের এমডি। প্রতিষ্ঠানটির এমডি চলতি বছরের এপ্রিল-জুন সময়ে বেতন-ভাতাসহ অন্যান্য পারিতোষিক বাবদ নিয়েছেন ৬৭ লাখ ৫৫ হাজার টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৬৪ লাখ ৯০ হাজার টাকা।

অর্থাৎ গত বছরের তুলনায় ব্যাংকটির এমডির পেছনে খরচ বেড়েছে দুই লাখ ৬৫ হাজার টাকা।

jagonews24

এমডির পেছনে খরচ বাড়ার তালিকায় আরও রয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক, স্যোসাল ইসলামী ব্যাংক, ইউসিবি এবং উত্তরা ব্যাংক।

ব্যাংকগুলোর এমডির পেছনে খরচ বৃদ্ধির চিত্র

ব্যাংকের নামএমডিরা টাকা নিয়েছেনটাকা নেয়ার পরিমাণ বেড়েছে
২০২০ (এপ্রিল-জুন)২০১৯ (এপ্রিল-জুন)
আল-আরাফাহ ইসলামী ব্যাংক৪৮,৮০,০০০৩৫,২৮,৭৫৬১৩,৫১,২৪৪
ডাচ্-বাংলা ব্যাংক৪০,৪০,০০০৩১,৩৯,০০০৯,০১,০০০
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক৪৪,৫১,০৩৩৪০,৮৫,২১৬৩,৬৫,৮১৭
আইসিবি ইসলামী ব্যাংক৪০,৯৮,১৫০৩৮,৪৬,৬০০২,৫১,৫৫০
এনসিসি ব্যাংক৪৪,৬১,৫০০৩৪,০০,০০০১০,৬১,৫০০
ওয়ান ব্যাংক৩৮,৩৭,৫০০৩৭,৩০,০০০১,০৭,৫০০
প্রিমিয়ার ব্যাংক৪০,০০,০০০৩২,৫০,০০০৭,৫০,০০০
প্রাইম ব্যাংক৩৩,২২,৫০০৩০,৭৫,০০০২,৪৭,৫০০
সোস্যাল ইসলামী ব্যাংক৩৫,৪৫,১০০৩২,৯১,০০০২,৫৪,১০০
ইউসিবি৩৯,৬০,০০০৩৬,০০,০০০৩,৬০,০০০
উত্তরা ব্যাংক৬৫,২১,৪৫৪৬৩,৭৬,৬৭৯১,৪৪,৭৭৫

এদিকে ব্যবস্থাপনা পরিচালকদের পেছনে ব্যাংকের খরচ বাড়ার বিষয়ে যোগাযোগ করা হলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতি ও ইস্টার্ন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার বলেন, কোন ব্যাংকের খরচ বেড়েছে তা আমি বলতে পারব না। তবে আমাদের খরচ বাড়েনি বা কমেনি।

এছাড়া ইস্টার্ন ব্যাংকের আর্থিক প্রতিবেদনে এমডির পেছনে খরচ বাড়ার তথ্য তুলে ধরা হলে তিনি বলেন, ‘ এ তথ্য কোথায় পেয়েছেন? আমি আর্থিক প্রতিবেদন না দেখে এ বিষয়ে কিছু বলতে পারব না।

কিন্তু এখনো পর্যন্ত এ বিষয়ে কিছু জানান নি।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ