পুঁজিবাজারে তালিকাভুক্ত ঝিলবাংলা সুগারের শেয়ার লেনদেন দ্বিতীয় দফায় ১৫ দিন বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, দ্বিতীয় দফায় কোম্পানিটির শেয়ার লেনদেন ১৫ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।
এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানির শেয়ারে অস্বাভাবিক লেনদেনের কারণে ১৫ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্ট সময়ের জন্য লেনদেন বন্ধের সিদ্ধান্ত নেয়।