পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি এবং বিনিয়োগকারীদের উন্নয়নে করণীয় সম্পর্কে আলোচনা করতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠকে বসবেন বিনিয়োগকারীরা।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, আগামীকাল ১৩ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৩টায় পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশনের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার এ বৈঠক অনুষ্ঠিত হবে।
পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশনের সভাপতি রুহুল আমিন আকন্দ এবং সাধারণ সম্পাদক মো: সাঈদ হোসেন খন্দকারের নেতৃত্বে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ অন্যান্য কমিশনারের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে বর্তমান পুঁজিবাজার পরিস্থিতি এবং বিনিয়োগকারীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।