পুঁজিবাজারে আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে নর্দান ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, এদিন কোম্পানিটির ২২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৩৩ লাখ টাকার এবং তৃতীয় স্থানে ২০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে উঠে এসেছে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড।
এছাড়া লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, ওয়ালটন, রিপাবলিক ইন্স্যুরেন্স, কাট্টালি টেক্সটাইল, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ও এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড।