আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, এদিন কোম্পানিটির ৩৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৭২ লাখ টাকার এবং তৃতীয় স্থানে ২৬ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।
এছাড়া লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি ফাইন্যান্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল ও নর্দান ইন্স্যুরেন্স লিমিটেড।