1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
স্মার্ট বিনিয়োগকারীরা ঝুকিঁসহ নানা বিষয় মূল্যায়ন করে বিনিয়োগ করে- শেখ সামসুদ্দিন
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫ এএম

স্মার্ট বিনিয়োগকারীরা ঝুকিঁসহ নানা বিষয় মূল্যায়ন করে বিনিয়োগ করে- শেখ সামসুদ্দিন

  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
Shamsuddin

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ বলেছেন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসকো) বিনিয়োগকারী সপ্তাহে স্মার্ট বিনিয়োগকারীদের কতগুলো গুণাবলির কথা বলা হয়েছে।

এরমধ্যে একজন বিনিয়োগকারী তার লাইসেন্স, প্রোডাক্টস, ফি, রিস্ক, অন্যান্য স্কিলস, ডাইভারসেফিকেশনস এবং কস্ট মূল্যায়ন করে বিনিয়োগ করবে বলে জানিয়েছে।

শনিবার (০৩ অক্টোবর) বিএসইসির বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

এতে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান ও সালমান এফ রহমান অংশগ্রহণ করেছেন।

তিনি বলেন, আইওএসকোর এবারের বিনিয়োগকারী সপ্তাহের অনুষ্ঠানটি দুবাইয়ে ১৬-১৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটি এবার করোনার কারনে ফিজিক্যালি অনুষ্ঠিত হচ্ছে না। এবার অনলাইনে ২২২টি দেশ বিনিয়োগকারী সপ্তাহ পালন করছে। এরমধ্যে আমরা ৫-১১ অক্টোবর করছি।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-ইল-ইসলাম। আর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কমিশনার ড. মিজানুর রহমান।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ