দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকৌশল খাতের খাতের কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪৩ দশমিক ৫৩ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে , গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৫৫ লাখ ৭২ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় দুই কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকা।
এদিকে সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ডিএসইতে সাত দশমিক ৪৯ শতাংশ বা ৫৬ টাকা ৭০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৮১৩ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৮১৩ টাকা ৮০ পয়সা।
এছাড়া দিনজুড়ে আট হাজার ৭২৩টি শেয়ার মোট ৩৩৫ বার হাতবদল হয়, যার বাজারদর ৭১ লাখ টাকা। দিনভর শেয়ারদর সর্বনিম্ন ৮১৩ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ৮১৩ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ৩৭৮ টাকা থেকে ৮১৩ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়।
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২০) কোম্পানিটির আইপিওর আগের হিসাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে পাঁচ টাকা ১৭ পয়সা। আর আইপিওর পরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে পাঁচ টাকা ১২ পয়সা।
এই সময় কোম্পানিটির সমন্বিতভাবে নিট মুনাফা হয়েছে ১৫৫ কোটি ২১ লাখ ২০ হাজার টাকা, যা আগের বছর একই সময় ছিল ৩৩৪ কোটি ৩০ লাখ ১০ হাজার টাকা।
এদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই, ২০১৯-মার্চ, ২০২০) কোম্পানিটির আইপিওর আগে ইপিএস হয়েছে ২৫ টাকা ৫৩ টাকা। আইপিওর পরে ইপিএস হয়েছে ২৫ টাকা ২৯ টাকা।
আলোচিত সময় কোম্পানিটির সমন্বিতভাবে নিট মুনাফা হয়েছে ৭৬৬ কোটি এক লাখ ৩০ হাজার টাকা, যা আগের বছর একই সময় ছিল ৭২৬ কোটি ৬১ লাখ ১০ হাজার টাকা। ৩০ জুন ২০২০ সমন্বিতভাবে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬৬ টাকা ৩৮ পয়সা। তবে আইপিওতে ইস্যুকৃত শেয়ার বিবেচনায় এনএভিপিএস দাঁড়িয়েছে ২৬৭ টাকা এক পয়সা।
কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এন’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ৬০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩০২ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ছয় হাজার ৯৯৭ কোটি ৮১ লাখ টাকা।
ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩ শেয়ার রয়েছে। কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৯৯ দশমিক শূন্য তিন শতাংশ, প্রাতিষ্ঠানিক শূন্য দশমিক ৪৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে বাকি শূন্য দশমিক ৫১ শতাংশ শেয়ার।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড। ‘এ’ ক্যাটেগরির এ ফান্ডটির ইউনিটদর বেড়েছে ২৮ দশমিক ৫৭ শতাংশ।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন তিন কোটি তিন লাখ ১৯ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১৫ কোটি ১৫ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। ‘এ’ ক্যাটেগরির বস্ত্র খাতের এ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৮ দশমিক ৪১ শতাংশ।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ২২ কোটি ৪৭ লাখ এক হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১১২ কোটি ৩৫ লাখ ছয় হাজার টাকার শেয়ার।
এর পরের অবস্থানে থাকা ‘এ’ ক্যাটেগরির পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড শেয়ারদর বেড়েছে ২৮ দশমিক ৩০ শতাংশ। আলোচ্য সপ্তাহে ফান্ডটির প্রতিদিন দুই কোটি ১৮ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১০ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার।
আর ‘এ’ ক্যাটেগরির ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ২৬ দশমিক ৩২ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন এক কোটি ২৪ লাখ ৫৯ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ছয় কোটি ২২ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার।
তালিকা ষষ্ঠ অবস্থানে থাকা ‘এ’ ক্যাটেগরির মিউচুয়াল ফান্ড ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ২৫ দশমিক ৪৫ শতাংশ।
আলোচ্য সপ্তাহে ফান্ডটির প্রতিদিন এক কোটি ৩৩ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ছয় কোটি ৬৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার।
তালিকার সপ্তম অবস্থানে থাকা ‘এ’ ক্যাটেগরির ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ২১ দশমিক ৪৩ শতাংশ।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন পাঁচ কোটি ৫৮ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ২৭ কোটি ৯৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার।
তালিকার অষ্টম অবস্থানে থাকা ‘বি’ ক্যাটেগরির কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২০ দশমিক ২৭ শতাংশ।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ৭৬ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে তিন কোটি ৮২ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার।