সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫৯টি কোম্পানির ৪ হাজার ৫৫৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এতে করে মহাদাপটে কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে ।
প্রাপ্ত তথ্যমতে , সপ্তাহজুড়ে বেক্সিমকো ফার্মার ১৭৯ কোটি ৬২ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে গত সপ্তাহে একক কোন কোম্পানির এটি সর্বোচ্চ লেনদেন। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক টপটেন টার্নওভারের শীর্ষে উঠে আসে।
এছাড়া গড়ে প্রতি কার্যদিবসে কোম্পানিটির ৩৫ কোটি ৯২ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিকে ডিএসইতে সাপ্তাহিক টপটেন টার্নওভারে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকোর ১৬৩ কোটি ৬৪ লাখ ৮৪ হাজার টাকার, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ১২৫ কোটি ৬৭ লাখ ৩৫ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১১২ কোটি ৩৫ লাখ ৬ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৯৫ কোটি ১৫ লাখ ২৪ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ৮৪ কোটি ১৬ লাখ ৯১ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৭৮ কোটি ৬১ লাখ ৬৪ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৭৬ কোটি ১৭ লাখ ৮৩ হাজার টাকার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৭৫ কোটি ৪২ লাখ ৪৩ হাজার টাকার এবং লংকাবাংলা ফাইন্যান্সের ৭৪ কোটি ৩৬ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।