1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ব্রোকারহাউজে যত বেশি কেনাবেচা, মার্জিনে মিলবে তত বেশি ছাড়
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬ পিএম

ব্রোকারহাউজে যত বেশি কেনাবেচা, মার্জিনে মিলবে তত বেশি ছাড়

  • আপডেট সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
brokerage--

পুঁজিবাজারে তালিকাভুক্ত যে কোনো ব্রোকারহাউজে যত বেশি কেনাবেচা, মার্জিনে মিলবে তত বেশি ছাড়।পুঁজিবাজারে লেনদেন বৃদ্ধিতে ব্রোকারহাউজগুলোকে উৎসাহ যোগাতে মার্জিন সংক্রান্ত সুবিধা দেওয়ার নীতিগত অবস্থান নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুই স্টক এক্সচেঞ্জ ও আইসিবির শীর্ষ কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত বৈঠকে তাদের অনুরোধে বিএসইসি লেনদেন অনুপাতে মার্জিন সীমা বাড়ানোর বিষয়টি বিবেচনা করার কথা জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফ্রি লিমিটের পরিমাণ ১০ কোটি টাকা থেকে বেড়ে ২০ কোটি টাকায় উন্নীত হতে পারে ।

বর্তমানে ব্রোকারহাউজের ফ্রি লিমিটেড ১০ কোটি টাকা। অর্থাৎ একটি ব্রোকারহাউজে একদিনে এই পরিমাণ লেনদেন হলে তার বিপরীতে স্টক এক্সচেঞ্জে আলাদা করে কোনো জামানত রাখতে হয় না। এর বেশি লেনদেন হলে লেনদেনের পরিমাণের উপর ভিত্তি করে বিভিন্ন পরিমাণের অর্থ জামানত রাখতে রাখতে হয়, যা মার্জিন হিসেবে পরিচিত।

তাছাড়া যেসব ব্রোকারহাউজে বেশি লেনদেন হয়, সেগুলোকে বেশি পরিমাণে মার্জিন জমা রাখতে হয়। তাই বাড়তি লেনদেন মানেই প্রতিষ্ঠানগুলোর উপর বাড়তি চাপ। বাজারেও ইতিবাচক প্রভাব পড়ে। তাই বেশি লেনদেনে ব্রোকারহাউজগুলোকে উৎসাহিত করতে মার্জিনের শর্ত পরিবর্তন করার তাগিদ দিয়ে আসছিলেন সংশ্লিষ্টরা।

এদিকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) তাদের মার্জিন ফ্রী লিমিট বাড়ানোর বিষয়ে কিছুদিন আগে বিএসইসিতে আবেদন করে। আজ বিএসইসির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে স্টেকহোল্ডাররা বিষয়টি তুলে ধরেন।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, যেসব প্রতিষ্ঠান বেশি লেনদেন করে তাদেরকে সুযোগ-সুবিধা একটু বেশি দেয়া হবে।

যে ব্রোকারেজ হাউজ বেশি লেনদেন করবে, সেই ব্রোকারেজ হাউজ ততই ফ্রী মার্জিন ঋণের সুবিধা পাবে। এমন বিধান রেখে নতুন করে মার্জিন ফ্রী লিমিটের আইন সংশোধন করা হচ্ছে।

সংশোধিত আইনে ব্রোকারেজ হাউসগুলোকে তিনটি ধাপে অর্থাৎ ১০ কোটি, ১৫কোটি এবং ২০ কোটি টাকা পর্যন্ত মার্জিন ফ্রী দেয়ার মতামত দেয়া হয়েছে।

এক্ষেত্রে লেনদেনে অন্যতম শীর্ষ ব্রোকারহাউজ ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কম্পানি, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, আইডিএলসি সিকিউরিটিজসহ ৩০-৪০টি ব্রোকারেজ হাউজকে ২০ কোটি টাকা লেনদেন পর্যন্ত মার্জিন ফ্রী সুবিধা দে্ওয়া হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র।

উক্ত বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ছানাউল হক বলেন, পুঁজিবাজারে এখন আগের চেয়ে লেনদেন বেড়েছে। কিছু ব্রোকারেজহাউজ রয়েছে যেগুলোর লেনদেন কম। আবার কিছু হাউজ রয়েছে অনেক লেনদেন হচ্ছে। কিন্তু লেনদেনের উপর সবার মার্জিন ফ্রি সুবিধা একই।

তিনি বলেন, আমরা চিন্তা করছি যে হাউজে লেনদেন বেশি হবে সেই হাউজ বেশি পরিমাণে মার্জিন ফ্রী সুবিধা পাবে। কমিশনে আজকে আমাদের এ বিষয়ে আলোচনা হয়েছে। আশা করি আমরা দ্রুত আইনটি সংশোধন করতে পারবো।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ