পুঁজিবাজারে আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিগুলোর ৫১ লাখ ৯৯ হাজার ৪০৬টি শেয়ার ৫৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৬ কোটি ৮ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিকে কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪ কোটি ৩৪ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সিটি ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ১৯ লাখ ৬৪ হাজার টাকার অগ্রণী ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৪৪ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের।
এছাড়া লেনদেনে অংশ নেওয়া সোনারবাংলা ইন্স্যুরেন্সের ২৫ লাখ ৫২ হাজার টাকার, এসকে ট্রিমসের ৫২ লাখ ১৪ হাজার টাকার, সী পার্লের ৫৯ লাখ ৪৪ হাজার টাকার, সন্ধানী ইন্স্যুরেন্সের ৬৮ লাখ ৪০ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৩৫ লাখ ৮৩ হাজার টাকার, আরএকে সিরামিকের ৪১ লাখ ৬৬ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ টাকার, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৪ লাখ ৬২ হাজার টাকার, প্যারমাউন্ট ইন্স্যুরেন্সের ১৬ লাখ ৩ হাজার টাকার, নর্দার্ণ ইন্স্যুরেন্সের ৬ লাখ ৪০ হাজার টাকার, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৪৭ লাখ ৮১ হাজার টাকার, এমএল ডাইংয়ের ১১ লাখ ১৩ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ৫ লাখ ১৭ হাজার টাকার, গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ১৪ লাখ ৬০ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ১ কোটি ৮০ হাজার টাকার, ফেডারেল ইন্স্যুরেন্সের ৬৩ লাখ ৭৫ হাজার টাকার, ইভিন্স টেক্সটাইলের ৫ লাখ ৩ হাজার টাকার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৩১ লাখ ৫০ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৫ লাখ টাকার, ডিবিএইচের ১৩ লাখ ৭৭ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ৩২ লাখ ৫৪ হাজার টাকার, কপারটেকের ৫ লাখ ১০ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৭ লাখ ১৭ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ২৩ লাখ ৭০ হাজার টাকার এবং অগ্রণী ইন্স্যুরেন্সের ১৭ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।