1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
পুঁজিবাজারে কমেছে সূচক বেড়েছে লেনদেন
সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ০১:০১ এএম

পুঁজিবাজারে কমেছে সূচক বেড়েছে লেনদেন

  • আপডেট সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
dse-cse-1

পুঁজিবাজারে গত বৃহস্পতিবার সামান্য উত্থান হলেও রবিবার (২৭ সেপ্টেম্বর) পতনে শেষ হয়েছে লেনদেন। এদিন সূচকের সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কিছুটা বেড়েছে।

প্রাপ্ত তথ্যমতে, আজ প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৭.১৬ পয়েন্ট কমে ৪ হাজার ৯৭১.৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৭১ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১০.৪০ পয়েন্ট এবং সিডিএসইসি ৪.৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১২১.৫৯, ১৬৯০.৭৮ এং ৯৯৫.৯৩ পয়েন্টে।

এদিকে ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ৩৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৫৩ কোটি ৯০ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৮৮০ কোটি ৫২ লাখ টাকার।

এছাড়া আজ ৩৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০৬টির বা ২৯.৬৯ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ২১০টির বা ৫৮.৮২ শতাংশের এবং ৪১টি বা ১১.৪৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৬.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪১৯৩.১৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। আজ সিএসইতে ৩১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ