সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২৫টির বা ৩৪.৮১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট্ দর বেড়েছে। আর ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় বীমা কোম্পানির রাজত্ব দেখা গেছে।
ডিএসই সূত্র ও তথ্যে জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, ডিএসইতে সাপ্তাহিক গেইনার তালিকায় ১০টির মধ্যে ৮টি বা ৮০ শতাংশ বীমা খাতের কোম্পানি উঠে আসে।
এদিকে কোম্পানিগুলোর মধ্যে ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরু আগে ছিল ১৬.৬০ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ২৩.৫০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৬.৯০ টাকা বা ৪১.৫৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফেডারেল ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকায় উঠে আসে।
এছাড়া টপটেন গেইনারের তালিকায় উঠে আসা বীমা খাতের অন্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী ইন্স্যুরেন্সের ৩৬.২১ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৩৩.৩৩ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৩১.৫৩ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২৭.৮৪ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ২৪.৯০ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২২.৭১ শতাংশ এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ২২.০৯ শতাংশ বেড়েছে।
এছাড়া এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২৫ শতাংশ এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফন্ডের ইউনিট দর ২৪.৩৯ শতাংশ বেড়েছে।