বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩২ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে রহিম টেক্সটাইলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহের শেষ কার্যদিবস রহিম টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৯২ টাকায়। আর বৃহস্পতিবার (৭ নভেম্বর) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ২৪৯ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪২ টাকা ৭০ পয়সা বা ১৪ দশমিক ৬২ শতাংশ কমেছে। এর মাধ্যমে রহিম টেক্সটাইল ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজারর তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ১০ দশমিক ৪০ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৮৯ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ৮২ শতাংশ, বাটা সু’র ৮ দশমিক ৫১ শতাংশ, মুন্নু জুটের ৮ দশমিক ২৪ শতাংশ, স্টাইলক্রাফটের ৭ দশমিক ৯০ শতাংশ এবং ফ্যামিলিটেক্স, আইসবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান: স্কিম ও ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার দর ৭ দশমিক ৬৯ শতাংশ করে কমেছে।
শেয়ারবার্তা / মিলন