পুঁজিবাজারে দীর্ঘ বিরতির পর টেলিকম খাতের দ্বিতীয় কোম্পানি হিসেবে রবি আজিয়াটা পুঁজিবাজারে আসার অনুমোদন পেল।
আজ বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) রবির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও অনুমোদন করেছে।
প্রাপ্ত তথ্যমতে, টেলিকম খাতের কোম্পানিটির ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুতে বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ৫২৪ কোটি টাকা সংগ্রহ করবে। এর মধ্যে ১৩৬ কোটি টাকা নেওয়া হবে কোম্পানিটির কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে।
এর আগে ২০০৯ সালে টেলিকম খাতের প্রথম কোম্পানি হিসেবে গ্রামীণফোন পুঁজিবাজারে যুক্ত হয়। আর এ খাতের দ্বিতীয় কোম্পানি হিসেবে পুঁজিবাজারে আসার অনুমোদন পেল রবি।