পুঁজিবাজারে তালিকাভুক্ত এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান প্রথম প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর,১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
প্রাপ্ত তথ্যমতে, আলোচ্য প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে দশমিক ৭৬৬৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল দশমিক ০৮৪৫ পয়সা।
তিন প্রান্তিকে ফান্ডটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২২ পয়সা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ১১ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী ইউনিট প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) ছিল ৯ টাকা ৩০ পয়সা।