1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ফারইস্ট ইসলামী লাইফের আর্থিক বিবরণী বিশেষ নিরীক্ষার সিদ্ধান্ত বিএসইসির
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:৫৫ পিএম

ফারইস্ট ইসলামী লাইফের আর্থিক বিবরণী বিশেষ নিরীক্ষার সিদ্ধান্ত বিএসইসির

  • আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
Farest islami

দেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আর্থিক বিবরণী বিশেষ নিরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি কোম্পানিটির ২০১৬, ২০১৭ এবং ২০১৮ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন বিশেষ নিরীক্ষা করবে। এই জন্য অডিটরও নিয়োগ দিয়েছে কমিশন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, বিএসইসি কোম্পানিটির তিন বছরের আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করার জন্য ওহাব এন্ড কো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে নিয়োগ দিয়েছে। এই জন্য প্রতিষ্ঠানটিকে ফি দেওয়া হবে ৪ লাখ ৯০ হাজার টাকা। আগামী দুই মাসের মধ্যে আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এছাড়া কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কোম্পানি তার গ্রাহকদের দাবি যথাযথভাবে পূরণ করে না। এতে গ্রাহকরা তাদের বীমার মেয়াদ সম্পন্ন হওয়ার পরেও ভোগেন।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৬ সালে কোম্পানির ফিক্সড ডিপোজিট ছিল ১,৪৩১.১০ কোটি টাকা, তবে এটি ২০১৮ সালে কমে ৪১৩.৫৯ কোটি টাকা হয়েছে।

২০১৭ সালের ২৭৫০.৭০ কোটি টাকা বিনিয়োগ থেকে কমে ২০১৮ সালে কোম্পানির মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ২৫১২.৮৬ কোটি টাকা।

এছাড়া ২০১৯ সালের জানুয়ারী-সেপ্টেম্বর সময়কালে, কোম্পানির মোট জীবন বীমা পলিসির ৩২৬৯.৭২ কোটি টাকা থেকে ৬৩.২১ কোটি টাকা কমেছে।

এদিকে ২০০০ সালের ২৯ মে কোম্পানিটি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। এবং ২০০৫ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিটির দুটি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো-ফারইস্ট ইসলামী সিকিউরিটিজ লিমিটেড এবং ফারইস্ট ইসলামী প্রোপার্টি লিমিটেড।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ