আজ মঙ্গলবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির মোট ৩২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়।
মঙ্গলবার কোম্পানিটি মোট ২৭ লাখ ১৮ হাজার শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো। কোম্পানিটির ৯০ লাখ ৫০ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩ কোটি ৮৪ লাখ টাকা।
ব্রাক ব্যাংক তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৪৯ লাখ ৭১ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১ কোটি ৭৪ লাখ টাকা।
এছাড়া লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, মুন্নু সিরামিক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ডিবিএইচ, ইউনাইটেড পাওয়ার ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।