1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
জিল বাংলা সুগারের লেনদেন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৮ পিএম

জিল বাংলা সুগারের লেনদেন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
BSEC

দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থের কথা চিন্তা করে অস্বাভাবিক লেনদেন ও দর বৃদ্ধি পাওয়া জিল বাংলা সুগারের লেনদেন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ (১৫ সেপ্টেম্বর) থেকে কার্যকর করা হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিএসইসির জারি করা এক নির্দেশনায় এমনটি জানানো হয়েছে।

এদিকে গত ৯ জুলাই জিল বাংলার শেয়ার দর ছিল ৩১.৬০ টাকা। যে শেয়ারটি ১৪ সেপ্টেম্বর লেনদেন শেষে বেড়ে দাড়িঁয়েছে ২১৩.১০ টাকায়। অর্থাৎ গত ২ মাসে শেয়ারটির দর বেড়েছে ১৮১.৫০ টাকা বা ৫৭৪ শতাংশ।

গত ১৩ আগস্ট বিএসইসির ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে টি+৩ করার সিদ্ধান্ত নেওয়ার পরে সরকারি মালিকানাধীন জিল বাংলা সুগারের দর বৃদ্ধি তরান্তিত হয়। অথচ ৬ কোটি টাকার পরিশোধিত মূলধনের এ কোম্পানিটি ২০১৮-১৯ অর্থবছরেও ৬২ কোটি ৩৪ লাখ টাকা লোকসান করেছে। ধারাবাহিক এমন লোকসানে কোম্পানিটির রিটেইন আর্নিংস এখন ঋণাত্মক ৩৭০ কোটি ৬৬ লাখ টাকা।

১৯৮৮ সালে তালিকাভুক্ত এ কোম্পানিটির সর্বশেষ কবে লভ্যাংশ দিয়েছে, সেই তথ্যও ভুলে গেছে সবাই। এমনকি কোন স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির প্রোফাইলেও এ তথ্য পাওয়া যায়নি। শুধুমাত্র সরকার অর্থায়নের কারনে টিকে রয়েছে এ কোম্পানিটি।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ