1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ব্যাংক খাতে ৩৮৩ কোটি টাকার নিট মুনাফা কমেছে
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:১২ পিএম

ব্যাংক খাতে ৩৮৩ কোটি টাকার নিট মুনাফা কমেছে

  • আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
Banks-listed

মহামারী ভাইরাসে আগের বছরের একইসময়ের তুলনায় ২০২০ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর ৩৮৩ কোটি টাকার নিট মুনাফা কমেছে। যেখানে আগের বছরের প্রথমার্ধে নিট মুনাফা বেড়েছিল প্রায় সাড়ে ৭০০ কোটি টাকা বা ২৭ শতাংশ।

ব্যাংকগুলোর ২০২০ সালের প্রথমার্ধের অনিরীক্ষিত সমন্বিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে ২০১৯ সালের আগস্ট মাসে তালিকাভুক্ত ব্যাংকগুলোর পরিশোধিত মূলধনের পরিমাণ ছিল ৩০ হাজার ৯৬ কোটি ৯৮ লাখ টাকা। যা চলতি বছরে ঘোষিত বোনাস শেয়ারের কারনে বর্তমানে বেড়ে দাড়িঁয়েছে ৩০ হাজার ৮৯৬ কোটি ৪৯ লাখ টাকা। এ হিসাবে মূলধন বেড়েছে ৭৯৯ কোটি ৫১ লাখ টাকা বা ২.৬৬ শতাংশ। তবে করোনাভাইরাসের কারনে এখনো কিছু ব্যাংকের বোনাস শেয়ার দেওয়া বাকি রয়েছে। সেগুলোর প্রদানের মাধ্যমে মূলধন আরও বাড়বে।

অন্যদিকে ব্যাংকগুলোর মূলধন বাড়লেও করোনাভাইরাসের কারনে আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে নিট মুনাফা কমেছে ৩৮৩ কোটি ৪৫ লাখ টাকা বা ১০.৮৪ শতাংশ। ব্যাংকগুলোর চলতি বছরের প্রথমার্ধের ব্যবসায় ৩ হাজার ১৫৫ কোটি ১৯ লাখ টাকা নিট মুনাফা হয়েছে। যার পরিমাণ ২০১৯ সালের প্রথমার্ধে ছিল ৩ হাজার ৫৩৮ কোটি ৬৪ লাখ টাকা।

এছাড়া দেখা গেছে, আগের বছরের একই সময়ের তুলনায় ২০২০ সালের প্রথমার্ধে ১২টি বা ৪০ শতাংশ ব্যাংকের নিট মুনাফা বেড়েছে। আর ১৭টি বা ৫৬.৬৭ শতাংশ ব্যাংকের মুনাফা কমেছে। বাকি ১টি বা ৩.৩৩ শতাংশ ব্যাংকের লোকসান বেড়েছে।

এদিকে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৩১২ কোটি ৩৫ লাখ টাকা মুনাফা হয়েছে ইসলামী ব্যাংকের। এরপরে ২১৬ কোটি ৪১ লাখ টাকা নিয়ে দ্বিতীয় অবস্থানে উঠেছে ডাচ-বাংলা ব্যাংক। তৃতীয় অবস্থানে নেমে যাওয়া সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা হয়েছে ১৮৯ কোটি ৬২ লাখ টাকার।

চলতি বছরের প্রথমার্ধে একমাত্র আইসিবি ইসলামিক ব্যাংক লোকসান করে সবার তলানিতে রয়েছে। ব্যাংকটির ২১ কোটি ৭ লাখ টাকা লোকসান হয়েছে। এরপরে সবচেয়ে কম মুনাফা হয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংকের। এ সময় ব্যাংকটির ৫ কোটি ৭২ লাখ টাকা মুনাফা হয়েছে। আর ১৪ কোটি ৫৩ লাখ টাকা মুনাফা নিয়ে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে এবি ব্যাংক ও ১৫ কোটি ২০ লাখ টাকা নিয়ে তৃতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে রূপালি ব্যাংক।

নিম্নে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর নিট মুনাফা ও পরিশোধিত মূলধনের পরিমাণ তুলে ধরা হল-

ব্যাংকের নাম২০২০ সালের প্রথমার্ধের মুনাফা (কোটি টাকা)২০১৯ সালের প্রথমার্ধের মুনাফা (কোটি টাকা)পরিশোধিত মূলধন (কোটি টাকা) (২০২০)পরিশোধিত মূলধন (কোটি টাকা) (২০১৯)
ইসলামী ব্যাংক৩১২.৩৫৩৩০.০৫১৬১০১৬১০
ডাচ-বাংলা ব্যাংক২১৬.৪১১৯১.৫০৫৫০৫০০
সাউথইস্ট ব্যাংক১৮৯.৬২২৬০.৫৬১১৫৯.৯৪১১৫৯.৯৪
ব্যাংক এশিয়া১৬০.২৪১২৩.৫৯১১৬৫.৯১১১৬৫.৯১
ইস্টার্ন ব্যাংক১৫৭.৬০১৫৮.৩০৮১১.৮০৮১১.৮০
যমুনা ব্যাংক১৫৫.৩৪১৩৩.৩৬৭৪৯.২৩৭৪৯.২৩
পূবালি ব্যাংক১৪৭.৫৬২২২.২৮১০২৮.২৯১০২৮.২৯
এক্সিম ব্যাংক১৪১.৫৪৭৯.০৯১৪১২.২৫১৪১২.২৫
ট্রাস্ট ব্যাংক১২৮.৫৪১০৮.৪৪৬৪৩.৩০৬১২.৬৬
ব্র্যাক ব্যাংক১১৬.৮৯২৫৩.৪৩১৩২৫.৮৮১২৩৩.৩৮
এনসিসি ব্যাংক১১০.৭৩১১৫.৫৮৯২৭.৩৮৯২৭.৩৮
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক১০৮.৮৪৯০.০৬৭৩৮.৬৩৬৬৯.৯৩
দি সিটি ব্যাংক১০৬.৮১১৯৪.১৩১০১৬.৩৯১০১৬.৩৯
ন্যাশনাল ব্যাংক১০৬.১২১১০.৪৭২৯২০.৪০২৯২০.৪০
শাহজালাল ব্যাংক১০২.৮৪১০৫.১২৯৮০.০৯৯৩৩.৪২
মার্কেন্টাইল ব্যাংক১০০.৭৮১৬৭.৭৫৯৮৪.০২৯৩৭.১৬
প্রিমিয়ার ব্যাংক৯৩.৩৯১২৩.৪৫৯৭০.৩০৯২৪.০৯
আল-আরাফাহ ব্যাংক৮৯.৯৮৫৪.৪৭১০৬৪.৯০১০৬৪.৯০
ইউসিবি ব্যাংক৮৮.২৬১৩৩.৩৫১১৫৯.৫৪১১৫৯.৫৪
ওয়ান ব্যাংক৮৬.৪৯৩৮.৯৩৮৪৩.১৯৮৪৩.১৯
আইএফআইসি ব্যাংক৮৬.৫৬১৪৮.৭১১৬১৯.৮৭১৪৭২.৬১
উত্তরা ব্যাংক৮১.৫৩১০২.০২৫০১.৯৪৪০৮.০৮
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক৭৭.৬২৮১.৯৪৯৪৮.৭৬৮৬২.৫১
ঢাকা ব্যাংক৭৫.৪৭৬৪.৮৪৮৯৫.৮৭৮৫৩.২১
প্রাইম ব্যাংক৫৪.৬১১০১.৯১১১৩২.২৮১১৩২.২৮
সোশ্যাল ইসলামী ব্যাংক৪৪.৬৯৩৪.৬৩৮৯৩.৩৪৮৯৩.৩৪
রূপালি ব্যাংক১৫.২০১০.৫২৪১৪.১৭৪১৪.১৭
এবি ব্যাংক১৪.৫৩১১.৩৭৭৫৮.১৩৭৫৮.১৩
স্ট্যান্ডার্ড ব্যাংক৫.৭২৮.২৩১০০৫.৯৯৯৫৮.০৯
আইসিবি ব্যাংক(২১.০৭)(১৯.৪৪)৬৬৪.৭০৬৬৪.৭০
মোট-৩০টি ব্যাংকমোট- ৩১৫৫.১৯ কোটি টাকামোট-৩৫৩৮.৬৪ কোটি টাকামোট-৩০৮৯৬.৪৯ কোটি টাকামোট-৩০০৯৬.৯৮ কোটি টাকা

তাছাড়া দেখা গেছে,তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ন্যাশনাল ব্যাংকের সবচেয়ে বেশি পরিশোধিত মূলধন রয়েছে। ব্যাংকটির ২ হাজার ৯২০ কোটি ৪০ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৬১৯ কোটি ৮৭ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে আইএফআইসি ব্যাংকের। আর ১ হাজার ৬১০ কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে তৃতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক।

বর্তমানে ১৩টি ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার কোটি টাকার উপরে রয়েছে। ব্যাংকগুলো হল- ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সিটি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, পূবালি ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রাইম ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ