বিগত সপ্তাহজুড়ে (৬-১০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। এরমধ্যে দর কমার শীর্ষ দশে বা টপটেন লুজারে আধিপাত্য দেখিয়েছে ‘জেড’ ক্যাটাগরির শেয়ার। এই শীর্ষ দশে স্থান করে নিয়েছে ‘জেড’ ক্যাটাগরির ৬টি বা ৬০ শতাংশ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দর সবচেয়ে বেশি কমেছে। এ কোম্পানিটির গতসপ্তাহে ২৯.৬২ শতাংশ দর কমেছে।
এদিকে লুজারের টপটেন এ উঠে আসা ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলোর মধ্যে- সাভার রিফ্রেক্টরিজের ১৭.৫৪ শতাংশ, জিল বাংলা সুগার মিলসের ১৩.৯২ শতাংশ, ইমাম বাটনের ১০.৫৯ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ১০.১৮ শতাংশ, জুট স্পিনার্সের ৯.৮৪ শতাংশ ও এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ৯.২৯ শতাংশ দর কমেছে।